ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০ আগস্ট বুধবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯০ পয়সা বা ৬ দশমিক ৫২ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বুধবার সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ২৩৫ বারে কোম্পানির ৫ লাখ ১ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ২৫ লাখ টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯০ শতাংশ কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৮২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৩৩৫ বারে ৪ লাখ ৯৪ হাজার ৫১৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
দরপতনে তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৭৬ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ১৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৩৯ বারে ১ লাখ ৯৬ হাজার ৪৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৩৭ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট, এইচআর টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফু-ওয়াং সিরামিক, নর্দার্ণ জুট, শ্যামপুর সুগার ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ৩০ আগস্ট ২০১৭