দরপতনের শীর্ষে বঙ্গজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ জুলাই মঙ্গলবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে বঙ্গজ লিমিটেড। এদিন শেয়ারটির দর ৬ দশমিক ৭০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি মঙ্গলবার সর্বশেষ ১৫১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৩৮৫ বারে কোম্পানিটি ৫২ হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন করেছে; যার বাজার মূল্য ৮০ লাখ ৪৭ হাজার টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা পপুলার লাইফের শেয়ার দর ৬ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৬৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের দর ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ৩১৬ বারে ৪ লাখ ১৭ হাজার ৬২৬টি শেয়ার লেনদেন করেছে।

দরপেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বিচ হ্যাচারি, রুপালি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং সাভার রিফেক্টরিজ লিমিটেড।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১১ জুলাই ২০১৭