দরপতনের শীর্ষে বার্জার পেইন্টস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বার্জার পেইন্টস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০৭ টাকা  বা ৪ দশমিক ৮০ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২ হাজার ১২৩ টাকা দরে লেনদেন হয়েছে।  এদিন এক হাজার ১৭ বারে কোম্পানির ৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ২ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৩৬ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৫৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৬০৩ বারে ১৯ লাখ ৭২ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের ২ টাকা বা ৩   দশমিক ২০ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজম্যান্ট ফান্ড, কেয়া কসমেটিকস, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, ডাচ-বাংলা ব্যাংক, ইবনেসিনা ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরএম/