দরপতনের শীর্ষে বিচ হ্যাচারি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ জুলাই বৃহস্পতিবার টপটেনে দরপতনের শীর্ষে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৭৪৪ বারে কোম্পানির ১১ লাখ ২৩ হাজার ১১২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডসের শেয়ার দর ৭০ পয়সা বা ৩ দশমিক ৩২ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ২০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৮১ বারে ৬ লাখ ২৭ হাজার ৯৬৫টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৩০ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩৫ বারে ৭৯ হাজার ৪০০টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ইমারেল ওয়েল, জেমিনি সি ফুড এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজকের বাজার: এলকে/এলকে ৬ জুলাই ২০১৭