ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ আগষ্ট মঙ্গলবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৫৩ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি ২৯ আগষ্ট সর্বশেষ ১৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৭ হাজার ২০১ বারে কোম্পানির ২৭ লাখ ৭৬ হাজার ৩৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ কোটি ২৭ লাখ টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১৪ শতাংশ কমেছে। মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২২১ বারে ৭১ হাজার ৯৩৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ লাখ ৪৮ হাজার টাকা।
দরপতনে তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুটের শেয়ার দর ৪৩ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৬৩৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৬১ বারে ৭৯ হাজার ২৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৪ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, শমরিতা হসপিটাল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ২৯ আগস্ট ২০১৭