ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ আগষ্ট মঙ্গলবার টপটেন দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে বিবিএস ক্যাবলস লিমিটেড। লেনদেনের দ্বিতীয় দিনে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৩০ শতাংশ।
ডিএসই'র তথ্য অনুযায়ী, শেয়ারটি মঙ্গলবার সর্বশেষ ৮৩ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৫ হজার ৮৮১ বারে কোম্পানির ১৯ লাখ ৮৫ হাজার ২৩৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৯ লাখ টাকা।
দরপতনের দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৪৭ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৯১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৯ বারে ৯ হাজার ৭৩৭ লাখ শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৬ লাখ টাকা।
দরপতনে তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্যাক্ট্রেরিজের শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৯৭ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৮৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫ বারে ২ হাজার ৬৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৮৪ হজার টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, রহিমা ফুড, ডাচ-বাংলা ব্যাংক, মুন্নু সিরামিকস, এইচ আর টেক্সটাইল ও স্ট্যান্ডার্ড সিরামিকস।
আজকের বাজার: এলকে/এলকে ১ আগষ্ট ২০১৭