ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮০ পয়সা বা ৬ দশমিক ৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ২০৭ বারে কোম্পানির ২ লাখ ৭ হাজার ২৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী ইন্স্যুরেন্সের ৯০ পয়সা বা ৪ দশমিক ৪৮ শতাংশ দর কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ৪৪ বারে ২৬ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন করে।
লুজারের তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৩৭ বারে ৫২ হাজার ৯০৭টি শেয়ার লেনদেন করেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ফিন্যান্স, ডাচ-বাংলা ব্যাংক, জিলবাংলা সুগার মিল ও ইমাম বাটন লিমিটেড।