ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ অক্টোবর বৃহস্পতিবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে মডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪২ টাকা ৩০ পয়সা বা ১৭ দশমিক ৪৬ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ২০০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ২০৭ বারে কোম্পানির ১০ হাজার ২৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪ পয়সা বা ৪ দশমিক ৩৫ শতাংশ কমেছে। আজ ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ১৪৫ বারে ১২ লাখ ১৬ হাজার ৭৭২টি শেয়ার লেনদেন করেছে।
দরপতনে তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে। বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ৪৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৪০ বারে ১ লাখ ৮২ হাজার ৭৫৫টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে আইটি কনসালটেন্টস, রিজেন্ট টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, প্রগতি ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ১২ অক্টোবর ২০১৭