ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ অক্টোবর বৃহস্পতিবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে মডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিণ প্রিন্টিং লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ২ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ২২৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ১৫ বারে কোম্পানির ৪৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ হাজার টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৬৭ শতাংশ কমেছে। বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫২ বারে ৭ হাজার ৩৪টি শেয়ার লেনদেন করেছে।
দরপতনে তৃতীয় স্থানে থাকা ম্যাকসন স্পিনিং মিলসের শেয়ার দর ৭০ পয়সা বা ৬ দশমিক ৯ শতাংশ কমেছে। বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৪৪ বারে ৭ লাখ ৬ হাজার ৪৮০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৯ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে নর্দার্ণ জুট, সমতা লেদার, বীচ হ্যাচারি, ইউনিয়ন ক্যাপিটাল, মেট্রো স্পিনিং, হাক্কানি পাল্প ও ফাইন ফুডস লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭