ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৩ নভেম্বর টপটেন দরপতনের শীর্ষে রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭১ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ১১০ বারে কোম্পানির ৭ লাখ ২৩ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২কোটি ১১ লাখ টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাসের ৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৩৯ শতাংশ দর কমেছে। ২৩ নভেম্বর কোম্পানিটি সর্বশেষ ৮৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৬৪ বারে ৯৩ হাজার ৬০৬টি শেয়ার লেনদেন করেছে।
দরপতনে তৃতীয় স্থানে থাকা ইস্টার্ণ কেবলসের শেয়ার দর ১৬ টাকা বা ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ২২২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৯১ বারে ৩ লাখ ৬৬ হাজার ৫৯১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৪ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে মুন্নুজুট স্ট্যাফলার্স, আইপিডিসি, জেমিনি সি ফুড, ওয়াইম্যাক্স, মডার্ণ ডাইং, গ্লোবাল হেভি কেমিক্যাল ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ নভেম্বর ২০১৭