দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ সেপ্টেম্বর মঙ্গলবার টপটেন দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে মেঘনা সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৮৯ শতাংশ।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৩৬৩ বারে কোম্পানির ৯১ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৭৯ শতাংশ কমেছে। শেয়ারটির সর্বশেষ ৪৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৭৫১ বারে ১৫ লাখ ৫২ হাজার ২২৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকা।

দরপতনে তৃতীয় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৮০ পয়সা বা ৪ দশমিক ৭১ শতাংশ কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০৫ বারে ২ লাখ ৬৫ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ লাখ ৮৬ হাজার টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, জিলবাংলা, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, বিজিআইসি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, সিনোবাংলা ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

আজকের বাজার : এলকে/এলকে ১২ সেপ্টেম্বর ২০১৭