দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড । আজ শেয়ারটির দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ১২.৯৯ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ৭১ বারে কোম্পানির ৭৩ হাজার ৬০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ লাখ  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের ৩ টাকা  বা ১৩ দশমিক ৮৯ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটির সর্বশেষ ১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৩৪ বারে ৬ লাখ ৭৮ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ১২ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ  ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৯৩ বারে ১০ লাখ ৪৫  হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য এক কোটি ৩৮ লাখ টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে মাইডাস ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, বে-লিজিং, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুডস ও সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড।

আরএম/