ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৪ বারে কোম্পানির এক হাজার ৫১০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ৪ টাকা বা ৭ দশমিক ৩ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৫২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ১১১ বারে ২০ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন করেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রিমিয়ার সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ফারইস্ট ফিন্যান্স লিমিটেড।
আরএম/