ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছ এটলাস বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যানুসারে শেয়ারটি আজ সর্বশেষ ১৫৩ টাকা দরে লেনদেন হয়েছে।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। এ শেয়ারটির দর কমেছে ১৬ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৫৩ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আলিফ ইন্ডাস্ট্রিজ,এমবি ফার্মা, রেনউইক যজ্ঞেসর, ফার্মা এইড, আলোয়ার গ্যালভানাইজিং, লিগ্যাসি ফুওয়ার,উসমানিয়া গ্লাস এবংআরামিট লিমিটেড।
রাসেল/