দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছ এটলাস বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যানুসারে শেয়ারটি আজ সর্বশেষ ১৫৩ টাকা দরে লেনদেন হয়েছে।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। এ শেয়ারটির দর কমেছে ১৬ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৫৩ শতাংশ।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আলিফ ইন্ডাস্ট্রিজ,এমবি ফার্মা, রেনউইক যজ্ঞেসর, ফার্মা এইড, আলোয়ার গ্যালভানাইজিং, লিগ্যাসি ফুওয়ার,উসমানিয়া গ্লাস এবংআরামিট লিমিটেড।

রাসেল/