দরপতনের শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৪ মে বুধবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ১১ শতাংশ।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, শেয়ারটি আজ সর্বশেষ ২৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৮ বারে ২ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৮ বারে ২০ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ৬০ পয়সা বা ৫ দশমিক ২১ শতাংশ দর কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফিনিক্স ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও অগ্রনী ইন্স্যুরেন্স।

আজকের বাজার:এলকে/এলকে/ ২৪মে ২০১৭