দরপতনের শীর্ষে রুপালী ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন দর নামার তালিকায় একেবারে তলানীতে রয়েছে রুপালী ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ১৩ দশমিক ৩ শতাংশ।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ২০৭ বারে ১ লাখ ৫০ হাজার ২৮৮টি শেয়ার লেনদেন হয়।

এর পরের স্থানে থাকা রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১১ দশমিক ২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২৭ বারে ১ লাখ ৪১ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ দর কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু স্ট্যাফলার, অগ্রনী ইন্স্যুরেন্স, সোনালি আঁশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন, আরামিট লিমিটেড ও প্রাইম ব্যাংক।

আজকের বাজার:এলকে/এলকে/ ২৩ মে ২০১৭