ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে মডার্ণ ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৯৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৩৪২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এ কোম্পানির দর কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৬৮ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইমাম বাটন, আইটিসি, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বেক্সিমকো সিনথেটিকস, এমারেল্ড অয়েল ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।
রাসেল/