দরপতনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৯৩ শতাংশ।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ৩৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন এক হাজার ৯৪ বারে কোম্পানির ৩৩ লাখ ৯০ হাজার ৩০৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪১ লাখ টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে। বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৩৮ বারে ২ লাখ ৯৮ হাজার ৩৮৭টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেডের শেয়ার দর ৩০ পয়সা বা ১ দশমিক ৯৪ শতাংশ কমেছে। বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৮ বারে ২৭ হাজার ৩০৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সাফকো স্পিনিং, কে অ্যান্ড কিউ, পেনিনসুলা চিটাগং, সেন্ট্রাল ফার্মা, রহিম টেক্সটাইল, আরএসআরএম স্টিল ও বিআইএফসি।

আজকের বাজার : এলকে/এলকে ২৮ সেপ্টেম্বর ২০১৭