দরপতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩ সেপ্টেম্বর বুধবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৪৯ শতাংশ।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বুধবার সর্বশেষ ৩৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৪২১ বারে কোম্পানির ১ লাখ ৯৫ হাজার ৬৩০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৭ লাখ ২২ হাজার টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা মুন্নু জুট স্টাফল্যার্সের শেয়ার দর ২৭ টাকা ১ পয়সা বা ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। বুধবার কোম্পানিটি সর্বশেষ ৮৬৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৬ বারে এক হাজার ৪৩৯টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা কোহিনুর কেমিক্যাল লিমিটেডের শেয়ার দর ২১ টাকা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৪২৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৩৪ বারে ১২ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, ফাইন ফুডস, নর্দার্ন জুট, সোনারগাঁও টেক্সটাইল, অ্যাপেক্স ফুটওয়্যার, বিবিএস ক্যাবলস ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭