ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ নভেম্বর বৃহস্পতিবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৮ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ।
ডিএসই'র তথ্য অনুযায়ী, শেয়ারটি ২ নভেম্বর সর্বশেষ ৪৫ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৮৫ বারে কোম্পানির ১৪ হাজার ১৮৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের ৪ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৩৯ শতাংশ দর কমেছে। ২ নভেম্বর কোম্পানিটি সর্বশেষ ৭৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩০ বারে ২ হাজার ২৮১টি শেয়ার লেনদেন করেছে।
দরপতনে তৃতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৫ শতাংশ কমেছে। বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ৬২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৬ বারে ৯ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ ৭৪ হাজার টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে কে অ্যান্ড কিউ, পাইনিয়র ইন্স্যুরেন্স, রহিমা ফুড, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, অ্যাপেক্স ফুডস ও শ্যামপুর সুগার মিলস।
আজকের বাজার:এলকে/এলকে ২ নভেম্বর ২০১৭