দরপতনের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর ৫ টাকা বা ৯ দশমিক ২৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০টি শেয়ার লেনদেন করে।

দরপতনের দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ৪০ পয়সা বা ৪ দশমিক ৫৫ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৪ বারে ২ লাখ ৭২ হাজার ২০০টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ৭০ পয়সা বা ৩ দশমিক শূন্য ৮ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ বারে ১৮২টি শেয়ার লেনদেন করে।

দরপতন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

আজকের বাজার: এসএ/ এলকে ১২ জুন ২০১৭