ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮ জুন বুধবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বুধবার সর্বশেষ ৬৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০০টি শেয়ার লেনদেন করে।
দ্বিতীয় স্থানে থাকা নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের শেয়ার দর ৯০ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে। বুধবার শেয়ারটির সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪৬৫ বারে ৩১ লাখ ৭২ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৩০ পয়সা বা ৩ দশমিক ২৩ শতাংশ দর কমেছে। ফান্ডটির ইউনিট প্রতি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১০ বারে ২৬টি ইউনিট লেনদেন করে।
দরপতন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ঢাকা ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, সমতা লেদার তাকাফুল ইন্স্যুরেন্স এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ২৮ জুন ২০১৭