দরপতনের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন দরপতন তালিকার শীর্ষে অবস্থান করছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭.৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ কোম্পানির শেয়ারটি ৬৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনে দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। সর্বশেষ কোম্পানির শেয়ার ১০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির মার্কেট পিই অবস্থান করছে ২৫ দশমিক ৯০ পয়েন্টে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৩.৬০ শতাংশ কমেছে। সর্বশেষ কোম্পানির শেয়ার ২৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

এছাড়া দরপতনে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলাতে ৩ দশমিক ২০ শতাংশ, অগ্নি সিস্টেমসে ২ দশমিক ৯০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সে ২ দশমিক ৯০ শতাংশ, বিডিকমে ২ দশমিক ৮০ শতাংশ, বিডি ফাইন্যান্সে ২ দশমিক ৭০ শতাংশ এবং নর্দান জুট মেন্যুফ্যাকচারিং কোম্পানিতে ২ দশমিক ৪০ শতাংশ দর কমেছে।

আজকের বাজার: এলকে/এলকে ৩০ জুন ২০১৭