ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্যাক্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৩৪ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১০ টাকা বেচাকেনা হয়েছে। ৬৫ বারে কোম্পানির ৪ হাজার ৯৩৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৫ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৬.৮৭ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৬৮ বারে কোম্পানির ১৮ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪ লাখ টাকা।
লুজারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৮০ পয়সা দরে বেচাকেনা হয়েছে।
লুজারের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, আইপিডিসি, মেঘনা কনডেন্স মিল্ক, এমবি ফার্মা, জুট স্পিনার্স,বিডি ল্যাম্পস ও ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড।