দরপতনের শীর্ষে সাভার রিফ্যাক্ট্ররিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বা ৯ টাকা ৬০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৬ টাকা ৪০ পয়সা বেচাকেনা হয়েছে। ৬৭ বারে কোম্পানির ৯ হাজার ৩৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৮.২৪ শতাংশ বা ২ টাকা ২ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৪ টাকায় ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৮০৪ বারে কোম্পানির ১৪ লাখ ৪৫ হাজার ৫০৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ৫৯ লাখ টাকা।

লুজারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা কনডেন্স মিল্ক, জিলবাংলা, শ্যামপুর সুগার, সায়হাম টেক্সটাইল ও আনলিমা ইয়ার্ন লিমিটেড।