দরপতনের শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ জুন সোমবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর ৭ টাকা বা ১০ শতাংশ কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ বারে ১২০টি শেয়ার লেনদেন করে।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ৪০ পয়সা বা ২ দশমিক ০৪ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৬ বারে ২৫ হাজার ১২টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯০ পয়সা বা ৪ দশমিক ০৭ শতাংশ দর কমেছে।

দরপতনে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নূরানী ডাইং,ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, কে অ্যান্ড কিউ, ডরিন পাওয়ার, মেঘনা সিমেন্ট এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/৫ জুন ২০১৭