দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ০১। আজ কোম্পানিটির ইউনিট দর কমেছে দশমিক ৮০  পয়সা বা ৮ দশমিক ২৫ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ১৮৬ বারে কোম্পানির ৩ লাখ ৩৭ হাজার ৬৭৭টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ ৫২ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ১ টাকা বা ৭ দশমিক ৪১ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৩৪ বারে ১৮ লাখ ৫৯ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন করেছে।যার বাজার মূল্য ২ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিট দর কমেছে ৬০ পয়সা বা ৭ দশমিক ৩২ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ৭  টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৭৪ বারে ৫ লাখ ১৮ হাজার ৬৬৪টি শেয়ার লেনদেন করেছে।যার বাজার মূল্য ৩৯ লাখ ৮৯ টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ব্যাংক লিমিটেড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

আরএম/