ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির ইউনিট দর ৯০ পয়সা বা ৯.৯ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট সর্বশেষ ৯ টাকা দরে বেচাকেনা হয়েছে। ২৯১ বারে কোম্পানির ৭ লাখ ২৭ হাজার ৯৭১টি ইউনিট লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬৮ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির ইউনিট আগের দিনের চেয়ে ৭০ পয়সা কমেছে। ফান্ডটির ইউনিট সর্বশেষ ৬ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে। ৩০ বারে ফান্ডের ৭২ হাজার ৪৬৮টি ইউনিট লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, এম.এল ডাইং, মেঘনা পেট, নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, মুন্নু সিরামিক, কুইন সাউথ টেক্সটাইল ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।