ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২রা আগষ্ট বুধবার টপটেন দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৬৫ শতাংশ।
ডিএসই’র তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৬৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৫৩২ বারে কোম্পানির ২ লাখ ৯ হাজার ৫৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকা।
দরপতনে দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ২৫ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৭০ বারে ৪ লাখ ৩২ হাজার ৭৯০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।
দরপতনের তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলসের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৩৩ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ২৬ টাকা ৫০ দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৫ বারে ১৩ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, এসইএমএল ইসলামী শরীয়াহ ফান্ড, উত্তরা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়ার, লংকাবাংলা ফিন্যান্স, ড্যাফোডিল কম্পিউটার্স ও সাভার রিফ্যাট্রেরিজ।
আজকের বাজার: এলকে/এলকে ২রা আগষ্ট ২০১৭