ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ১৫ মে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ২ টাকা বা ৯ দশমিক ০৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৩৮ বারে ১৫ হাজার ৩৯২টি শেয়ার লেনদেন হয়।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক লিমিটেডের দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৯৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৯০ বারে ৫১ লাখ ৫২ হাজার ৬১৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১ টাকা বা ৮ দশমিক ১৯ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, রিজেন টেক্স, অগ্রনী ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স।
আজকের বোজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭