ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সা বেচাকেনা হয়েছে। ৯৫৩ বারে কোম্পানির ১৭ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৩ লাখ টাকা।
লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ২০ পয়সা বা ৯.২৩ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা বেচাকেনা হয়েছে। ৩৪৮ বারে কোম্পানির ২ লাখ ৯৬ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, শাশা ডেনিমস, ইবনে সিনা, আরএন স্পিনিং, দ্য পেনিনসুলা চিটাগং, শ্যামপুর সুগার, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।