দরপতনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ জুলাই বৃহস্পতিবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৩৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৩৬ বারে কোম্পানির ১৬ হাজার ৯১৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ ৪১ হাজার টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ১০ পয়সা বা দশমিক ৮১ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটির সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৫ বারে ৭৩ হাজার ৫৪২টি শেয়ার লেনদেন করেছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা ফনিক্স ফ্যাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর ৩০ পয়সা বা ৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে। ৬ জুলাই ফান্ডটি প্রতিটি ইউনিটের সর্বশেষ ৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ৪৩ বারে ৭৮ হাজার ৬৮৫টি ইউনিট লেনদেন করেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন,মডার্ন ডায়িং অ্যান্ড স্ক্রিনিং প্রিন্টিং লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এবং বিডি কম।

আজকের বাজার: এলকেএলকে ৬ জুলাই ২০১৭