দরপতনের শীর্ষ দশ কোম্পানি

LOSER Rubber Stamp over a white background.

সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার ২০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। এ  কোম্পানির শেয়ারের দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৪২ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শেয়ারটি আজ সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়েছে।  এদিন  ২৬৬ বারে কোম্পানির ৬০ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

এ তালিকায়  দ্বিতীয় স্থানে থাকা যমুনা অয়েলের ১৩ টাকা ৯০ পয়সা  বা ৬ দশমিক ৯৫ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ১৮৬ টাকা  দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪১৩ বারে এক লাখ ২৩ হাজার ১৩৮টি শেয়ার লেনদেন করেছে। তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের ১ টাকা ২০ পয়সা বা ৪  দশমিক ৯৬ শতাংশ দর কমেছে।

অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, কে অ্যান্ড কিউ, মডার্ণ ডাইং, আলিফ ম্যানুফ্যাকচারিং, তাল্লু স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল ও হাক্কানি পাল্প লিমিটেড।

আজকের বাজার:এসএস/এলকে/ ২০ ডিসেম্বর ২০১৭