দরপতনের শীর্ষ ১০কোম্পানি

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দরপতনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা দরে লেনদেন হয়েছে।  এদিন ৬৭  বারে কোম্পানির ১০ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যাল ১৪ টাকা ৯০ পয়সা  বা ৫ দশমিক ৩৩ শতাংশ দর কমেছে। কোম্পানিটি সর্বশেষ ২৬৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৬৯৯ বারে এক লাখ ৪৪ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন করেছে।

তৃতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টস ৮০ পয়সা বা ২ দশমিক  ১৮ শতাংশ দর কমেছে

অন্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, বিডি ওয়েল্ডিং, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ও ফাইন ফুডস লিমিটেড।

আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭