সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলেছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন।সূচকের পাশাপাশি ডিএসইতে দর হারিয়ে লেনদেন হচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠান ।তবে সিএসইতে সূচকের উত্থান অব্যাহত রয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেনের এক ঘন্টায় ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছ ১১৮ কোটি ৪৬ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৮ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১৫৪ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩১৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৬২ টির, বেড়েছে ১০১টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২২ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮২৮ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ৮৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৩৫ টির,দর বাড়ে মাত্র ৩৬টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৪টির দর।
আজকের বাজার/মিথিলা