দরপতনে পুঁজিবাজার

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার নিম্নমূখী প্রবনতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষ হয়েছে ঊর্ধমূখী প্রবনতায়। তবে দুই স্টক এক্সচেঞ্জেই বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারিয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৮০ টির, বেড়েছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১৯ কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪২২ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১১৮ টির, দর বাড়ে মাত্র ৯৩ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৫ টির দর।

 

আজকের বাজার/মিথিলা