দরপতনে শুরু হলো সপ্তাহ,বেড়েছে সূচক কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যায়। সেই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানই দর হারিয়েছে ।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৭৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৯২ টির, বেড়েছে ১২৫ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৩৮৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২০ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১০৯ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১১৯ টির,দর বাড়ে মাত্র ৯৭টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৬টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা