সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। আজ সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলে পুঁজিবাজারে। সেই সাথে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের ।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭০ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২১০ টির, বেড়েছে ৯৩ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৩৩২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২২ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫০০ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৩০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৩৬ টির,দর বাড়ে মাত্র ৫৮ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৬টির দর।
আজকের বাজার/মিথিলা