দরপতনে শেষ হলো লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যায়। সেই সাথে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২৮ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৩২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২০২ টির, বেড়েছে ১১২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৫১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ১৬৫ কোটি ৫৪ লাখ টাকা কম।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২২ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৩ টির,দর বাড়ে মাত্র ৭৪টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৮টির দর।

আজকের বাজার/মিথিলা