ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার টপটেন লুজার তালিকায় নেমে গেছে সিরামিক খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক ও শাইন পুকুর সিরামিক।
প্রসঙ্গত, সিরামিক খাতের দুই কোম্পানি মুন্নু সিরামিক ও স্ট্যান্ডার্ড সিরামিকের অস্বাভাবিক দর বাড়ার কারণ খতিয়ে দেখতে গতকাল বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। আর এ কারণে বৃহস্পতিবার শেয়ার দুইটির দরপতন হয়েছে।
সূত্র জানায়, তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ দর কমেছে। শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ১০১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ২ হাজার ১৩ বারে কোম্পানির ৭ লাখ ১২ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪১ লাখ টাকা।
তালিকার পঞ্চম স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৮ টাকা বা ৬ দশমিক ৯৬ শতাংশ কমেছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১০৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার বারে ২ লাখ ৯৫ হাজার ৪৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১০ লাখ টাকা।
সিরামিক খাতের আরেক কোম্পানি শাইন পুকুর সিরামিক তালিকার ১০ম স্থানে রয়েছে। এই কোম্পানির দর ৯০ পয়সা বা ৫ দশমিক ৪২ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, দুলামিয়া কটন, ইমাম বাটন, সাভার রিফ্যাক্টরিজ,ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, লিগ্যাসি ফুটওয়্যার ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭