দরবৃদ্ধিতে দুর্বল কোম্পানির প্রাধান্য

সপ্তাহের শেষ কার্যদিবসে ১৬ নভেম্বর বৃহস্পতিবার শেয়ার দর বৃদ্ধিতে দুর্বল কোম্পানির প্রাধান্য লক্ষ করা গেছে। বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে স্বল্প মূলধণী এবং দূর্বল কোম্পানির শেয়ার। ডিএসইর তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য।

কোম্পানিগুলো হল- জুট স্পিনার্স, মিথুন নিটিং, দুলামিয়া কটন, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইমাম বাটন।

১৬ নভেম্বর বৃহস্পতিবার জুট স্পিনার্সের দর বেড়েছে ৯.৯৯ শতাংশ, মিথুন নিটিংয়ের দর বেড়েছে ৯.৯২ শতাংশ, দুলামিয়া কটনের দর বেড়েছে ৭.৭৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের দর বেড়েছে ৭.৬৯ শতাংশ ও ইমাম বাটনের দর বেড়েছে ৭.৪৫ শতাংশ।

দেখা গেছে, লোকসানী কোম্পানি জুট স্পিনার্সের শেয়ার দর টানা ৭ কার্যদিবস ধরে বাড়ছে। সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫ পয়সা। আর শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান দিয়ে টানা ১৯ কার্যদিবস ধরে দর বাড়ছে ইমাম বাটনের শেয়ারের।

উল্লেখ, এ সব কোম্পানির মধ্যে মিথুন নিটিং গত বছর লভ্যাংশ ঘোষণা করলেও জুট স্পিনার্স, দুলামিয়া কটন ও ইমাম বাটন এ বছর কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। অন্যদিকে ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড সর্বশেষ প্রকাশিত প্রান্তিকে শেয়ার প্রতি আয়(ইপিএস) লোকসান দেখিয়েছে। এরপরও বাড়ছে কোম্পানিগুলোর শেয়ারদর

আজকের বাজার:এলকে/এলকে ১৬ নভেম্বর ২০১