দরবৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১২ দশমিক ২০ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, বে লিজিং, প্রাইম টেক্সটাইল, ইসলামিক ফাইন্যান্স, জি কিউ বলপেন, ফাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

রাসেল/