দরবৃদ্ধির শীর্ষে ৪ লোকসানি কোম্পানি

সোমবারের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ৪ লোকসানি কোম্পানি। একইসঙ্গে কোম্পানিগুলো ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। তবে ‘জেড’ ক্যাটাগরি হওয়ায় এসব কোম্পানি টপ টেন দর বৃদ্ধির তালিকায় ঠাই পায়নি।

কোম্পানিগুলো হল-সাভার রিফ্রেকটোরিজ, ইমাম বাটন, দুলামিয়া কটন ও মেঘনা কনডেন্সড মিল্ক।

এদিন দর বাড়ার শীর্ষে রয়েছে সাভার রিফ্রেকটোরিজ। কোম্পানিটির ৯.৯৪ শতাংশ দর বেড়েছে। এছাড়া ৯.৮৫ শতাংশ দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইমাম বাটন। আর দর বৃদ্ধির তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের দর বেড়েছে ৯.৫৮ শতাংশ। এছাড়া ৯.০৩ শতাংশ দর বেড়ে চতুর্থ স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক।

এদিকে আগের দিনও দর বাড়ার শীর্ষে ছিল সাভার রিফ্রেকটোরিজ। ওইদিন কোম্পানিটির ৯.৯৯ শতাংশ দর বেড়েছিল। এছাড়া ৯.০৬ শতাংশ দর বেড়ে তৃতীয় অবস্থানে ছিল ইমাম বাটন। আর দর বৃদ্ধির চতুর্থ স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের দর বেড়েছিল ৬.৪৮ শতাংশ।

আজকের বাজার:এলকে/এলকে ১৩ নভেম্বর ২০১৭