পাহাড়ে বসবাসকারী দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ।
করোনা মহামারিতে পাহাড়ে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
শুক্রবার সকালে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্বাবধানে লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী, রাঙ্গাপানি ও মগাইছড়িতে অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহাংগীর আলম।
এ সময় তিনি বলেন, করোনা যুদ্ধে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।