বিভিন্ন জেলায় ৫০ লাখ দরিদ্র পরিবারকে পুষ্টিচাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নিউট্রিশন অলিম্পিয়াড-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান ।
এসময় তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে যে চাল দেয়া হবে তার সাথেই এ পুষ্টিচাল দেয়া হবে।
সব শ্রেণি-পেশার মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ধনীদের পাশাপাশি দরিদ্ররাও এখন পুষ্টি চাহিদা পূরণে সক্ষম হবে। উন্নয়নশীল দেশের যে যাত্রা শুরু হয়েছে তা ২০২৪ সালে পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
‘একটি সুস্থ জাতির জন্য যুবকের ক্ষমতায়ন ও পুষ্টি’- এই স্লোগানে শুরু হয় দিনব্যাপী নিউট্রিশন অলিম্পিয়াড-২০১৮।
আজকের বাজার/আরজেড