ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ১৬ মে টপটেনে দর নামার তালিকায় শীর্ষে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ২ টাকা বা ৮ দশমিক ৫৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৩৭ বারে ১৬ হাজার ৯২৫টি শেয়ার লেনদেন হয়।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ডের দর কমেছে ৫০ পয়সা বা ৫ দশমিক ০৫ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮ বারে ৪ হাজার ১২০টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ পয়সা বা ৩ দশমিক ২২ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, আরএসআরএম স্টিল, ডিবিএইচ ও প্রভাতী ইন্স্যুরেন্স।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৬ মে ২০১৭