দর্শকদের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্যারোলিন ওজনিয়াকি।
মায়ামি ওপেন টেনিসের ২য় রাউন্ডে মনিকা পুইয়ের কাছে হারের পর তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।তার অভিযোগ,দর্শকরা তার ও তার পরিবারকে বাজে কথা বলেছে, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে।
নিজের টুইটার পোস্টিংয়ে ওজনিয়াকি জানান, দর্শকদের এমন অশোভন আচরণে টুর্নামেন্ট স্টাফ ও নিরাপত্তাকর্মীরা কিছুই করেননি।কোর্টের দর্শকদের এমন আচরণ ভবিষ্যতে টেনিসের জন্য ভয়ঙ্কর হবে বলেও জানান ওজনিয়াকি।
এদিকে স্টাফরা জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে জানতেন না তারা, কোনো অভিযোগও পাননি।
উল্লেখ্য, মনিকা পুইয়ের বিপক্ষে ওয়ার্ল্ড নাম্বার টু ওজনিয়াকি প্রথম সেট জেতেন ৬-০ গেমে। পরের দুই সেট হারেন ৬-৪, ৬-৪ গেমে।
আজকের বাজার/আরজেড