শুক্রবার সারাদেশের ৮৪টি সিনেমা হলে মুক্তি পেল ‘ইন্সপেক্টর নটি কে’। দর্শকের সাড়া পেলে পরবর্তীতে হল সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।
ভারতীয় সিনেমাটি পরিচালনা করেছেন অশোক পাতি। এতে ঢাকার নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের জিৎ। আরো অভিনয় করেছেন চম্পা, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।
‘ইন্সপেক্টর নটি কে’ নিয়ে আলিমুল্লাহ বলেন, “সারা বছর বহু সিনেমা মুক্তি পেলেও আশানুরূপ ব্যবসা হয় না। এবার ‘ইন্সপেক্টর নটি কে’তে দর্শক সমাগম হলে পরিচালক, শিল্পী ও প্রযোজক স্বস্তি পাবেন।”
প্রথম দিনের প্রথম শো’তে দর্শক সমাগম কেমন? এ প্রশ্নে তিনি জানান, হল প্রতিনিধিরা এখন পযন্ত সর্বশেষ খবর পাঠায়নি। তবে প্রথম শো’তে দর্শক সমাগম কম হতে পারে। কারণ, সিনেমাটি নিয়ে সেভাবে প্রচারণা হয়নি। আশা করা যায়, ধীরে ধীরে দর্শক বাড়বে।
যৌথ প্রযোজনায় নির্মাণ শুরু হলেও নীতিমালা নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেল ‘ইন্সপেক্টর নটি-কে’। এর পরিবর্তে ভারতে মুক্তি পাবে নাদির চৌধুরীর পরিচালনায় নির্মিত জাজের ‘মেয়েটি এখন কোথায় যাবে’।
আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮