শিল্পী লুইস ফনসি ও র্যাপার ড্যাডি ইয়াঙ্কির গাওয়া ‘দেসপাসিতো’ গানটি মাতিয়েছে দেশ – বিদেশের কোটি দর্শকের মন।
ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় গানের জায়গা দখল করে নিয়েছে ‘দেসপাসিতো’।সংগীত ইতিহাসে প্রথম গান হিসেবে ইউটিউবে ৫০০ কোটির মেগাক্লাবে প্রবেশ করেছে এ গানটি।
গানটির দর্শকসসংখ্যা প্রায় ৫০১ কোটির বেশি। দ্বিতীয় সর্বোচ্চ দর্শক রয়েছে ওয়াইজ খলিফার ‘সি ইউ এগেইন’ গানের। সেটি দেখেছেন ৩৪৯ কোটির বেশি দর্শক। ৩৪২ কোটি দর্শক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এড শিরানের ‘শেপ অব ইউ’।
পুয়ের্তো রিকান জাতীয় দৈনিক ‘উন নুয়েভো দিয়া’য় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘দেসপাসিতো’ গানটির ফলে বর্তমানে অন্য যেকোন সময়ের চেয়ে দেশটির প্রতি পর্যটকদের আকর্ষণ বেড়েছে।
আজকের বাজার/আরজেড