দর কমার তালিকার শীর্ষ দশ

LOSER Rubber Stamp over a white background.

বুধবারের ২৭ ডিসেম্বর লেনদেন শেষে দর কমার শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  কোম্পানিটির শেয়ার দর আজ ৮০.৩০ টাকা থেকে কমে ৭৪.২০ টাকায় নেমে গেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬.১০ টাকা বা ৭.৫৯ শতাংশ। এ কারণে ডিএসইর দর কমার তালিকার শীর্ষে উঠে আসে  কোম্পানিটি ।

এ  তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৭.১৭ শতাংশ, মেঘনা পেটের ৬.৬৬ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬.৬৬ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৬.০৬ শতাংশ, জিলবাংলার ৫.৪৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৩৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৫.০৩ শতাংশ, দুলামিয়া কটনের ৪.৯০ শতাংশ এবং লিগ্যাছি ফুটওয়্যারের শেয়ার দর ৪.৫৯ শতাংশ কমেছে।

আজকের বাজার:এসএস/২৭ডিসেম্বর ২০১৭